Header Ads

Howrah-Puri Vande Bharat: সাড়ে ৫ ঘণ্টায় হাওড়া থেকে পুরী, রাত পোহালেই বন্দে ভারতের যাত্রা শুরু

 

Howrah-Puri Vande Bharat: সাড়ে ৫ ঘণ্টায় হাওড়া থেকে পুরী, রাত পোহালেই বন্দে ভারতের যাত্রা শুরু

The Kolkata Times:
বাঙালির অন্যতম প্রিয় পর্যটন ক্ষেত্র পুরী। শতাব্দী বা দুরন্ত একপ্রেস হাওড়া থেকে পুরী যেতে সময় নেয় প্রায় ৮ ঘন্টা। সাধারণ এক্সপ্রেসগুলি কমপক্ষে ১১ ঘন্টা। কিন্তু এবার কলকাতা থেকে পুরী পৌঁছে যাওয়া যাবে মাত্র সাড়ে ৫ ঘণ্টায়! খুব বেশিদিন অপেক্ষা করতে হবে না। রেল সূত্রে খবর, আগামী মে মাস থেকেই চালু হতে পারে হাওড়া-পুরী বন্দে ভারত এক্সপ্রেস। সেই ট্রেনের ট্রায়াল রান হতে চলেছে শুক্রবার তথা আগামিকাল।

আরও খবরঃ বর্ষার অপেক্ষাই যেন কাল হল, দক্ষিনবঙ্গে বজ্রপাতে মৃত্যু ১৪ জনের।

২৮ এপ্রিল অর্থাৎ আগামিকাল শুক্রবারই হবে প্রথম ট্রায়াল রান। মোট তিনবার ট্রায়াল রান হবে বলে জানা গিয়েছে। রেল সূত্রে খবর, পশ্চিমবঙ্গের দ্বিতীয় বন্দে ভারত এক্সপ্রেস এবং ওড়িশার প্রথম বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া-পুরী রুটে চালু হচ্ছে। যে রুটে বছরের কোনও সময় যাত্রীর অভাব হয় না। কয়েকদিনের ছুটি পেলেই পুরীতে ঘুরে আসেন পশ্চিমবঙ্গের প্রচুর মানুষ। 

সাড়ে ৫ ঘণ্টায় হাওড়া থেকে পুরী, রাত পোহালেই বন্দে ভারতের যাত্রা শুরু

ইতিমধ্যেই বন্দে ভারত এক্সপ্রেসের রেক চেন্নাইয়ের ইন্টিগ্র্যাল ফ্যাক্টরি (আইসিএফ) থেকে আনা হয়েছে। প্রাথমিকভাবে সাঁতরাগাছি স্টেশনে ওই বন্দে ভারত এক্সপ্রেসের যাবতীয় রক্ষণাবেক্ষণের কাজ করা হবে বলে রেল সূত্রে খবর। ওড়িশার বালেশ্বর হয়ে সাঁতরাগাছি কারশেডে এসে পৌঁছয় ১৬ কামরার ওই রেকটি। রেল কর্তৃপক্ষ জানিয়েছেন, মহড়া-যাত্রায় শুক্রবার সকাল ৬টা বেজে ১০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে বন্দে ভারতের ওই রেকটি। ট্রেনটি পুরী পৌঁছবে ওই দিনই দুপুর ১২টা ৩৫ মিনিটে। মাঝে ট্রেনটি ২ মিনিটের জন্য খড়্গপুরে দাঁড়াবে। 

সাড়ে ৫ ঘণ্টায় হাওড়া থেকে পুরী, রাত পোহালেই বন্দে ভারতের যাত্রা শুরু

সাড়ে ৫ ঘণ্টায় হাওড়া থেকে পুরী, রাত পোহালেই বন্দে ভারতের যাত্রা শুরু

নানান প্রশ্ন ও বিতর্কের মধ্যে হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত চালু হয়েছে কিছু দিন আগে। বাংলার ভাগ্যে আরও একটি বন্দে ভারতের শিকে ছেঁড়ার উজ্জ্বল সম্ভাবনার কথা শোনা যাচ্ছিল। এ বার তা-ই বাস্তবায়িত হতে চলেছে। 

Howrah-Puri Vande Bharat
Blogger দ্বারা পরিচালিত.