Header Ads

Srabanti Chatterjee: রাজের এই কাজে মন খারাপ শ্রাবন্তীর, কি এমন করলেন পরিচালক?

 

রাজের এই কাজে মন খারাপ শ্রাবন্তীর, কি এমন করলেন পরিচালক?

The Kolkata Times:
 বেশ কয়েকদিন ধরেই শারীরিক অসুস্থতার কারণে হাসপাতালে ভর্তি ছিলেন পরিচালক রাজ চক্রবর্তী। যদিও এখন অনেকটাই সুস্থ তিনি। সম্প্রতি বাড়িও ফিরেছেন তিনি। আর বাড়ি ফিরেই এমন এক কাজ করলেন পরিচালক, যার জন্য মন খারাপ হয়ে গেল তাঁর ছবির অন্যতম জনকপ্রিয় নায়িকা শ্রাবন্তীর। কিন্তু কি এমন করলেন রাজ? 

আরও খবরঃ আত্মীয়ের বাড়িতে আসতেই পাকড়াও, ফের বাংলায় STF-এর জালে আল কায়দা জঙ্গি

যার জন্য রীতিমত মন খারাপ হয়ে গেছে নায়িকার! জানা যাচ্ছে, বাড়ি ফিরেই নিজের চেহারা এক্কেবারে বদলে ফেলেছেন রাজ। আর সেই ছবিই পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়াতে! আর সেই ছবি দেখেই মন খারাপ নায়িকার! কিন্তু কেন? ওই ছবিতে দেখা যাচ্ছে, পরিচালকের একমুখ দাড়ি-গোঁফ উধাও। একেবারে ক্লিন শেভড করেছেন তিনি। 

রাজের এই কাজে মন খারাপ শ্রাবন্তীর, কি এমন করলেন পরিচালক?

আর সেই ছবি পোস্ট করেই তাক লাগিয়ে দিয়েছেন তিনি। কিন্তু তাঁর এই চেহারার পরিবর্তন মটেই পছন্দ হয়নি শ্রাবন্তীর! রাজের ছবির নীচে কমেন্ট করেও তা জানিয়েছেন অভিনেত্রী! শ্রাবন্তীর রাজের এই নতুন লুকের তুলনায় পুরনো লুক তাই বেশি পছন্দের। 

রাজের এই কাজে মন খারাপ শ্রাবন্তীর, কি এমন করলেন পরিচালক?

রাজের এই কাজে মন খারাপ শ্রাবন্তীর, কি এমন করলেন পরিচালক?

সেই কারণেই কমেন্টে অভিনেত্রী লেখেন, “দাড়িটাই ভাল ছিল!” শুধু তাই নয়, অভিনেত্রীর পাশাপাশি আরও অনেকেরই রাজের এই নতুন লুক ভালো লাগেনি। ইন্দ্রাশিস রায়ের প্রশ্ন, ‘এটা কী করলে?’ এমন অনেক মন্তব্যেই ভরে গিয়েছে রাজের কমেন্ট বক্স।
Blogger দ্বারা পরিচালিত.