Header Ads

Al Qaeda militant: আত্মীয়ের বাড়িতে আসতেই পাকড়াও, ফের বাংলায় STF-এর জালে আল কায়দা জঙ্গি

The Kolkata Times: আত্মীয়ের বাড়িতে আসতেই বিপত্তি! অবশেষে STF-এর জালে ধরা পড়ল আল কায়দা জঙ্গি। যার জেরে রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে! পুলিশ সূত্রের খবর, ধৃতের নাম নাসিমুদ্দিন শেখ। তার বাড়ি খড়গ্রামের বাসিন্দা। গত একবছর ধরে পলাতক ছিল ওই যুবক। 

অবশেষে দাদপুরে আত্মীয়ের বাড়িতে এসেই পুলিশের জালে ধরা পড়ল ওই যুবক। জানা গিয়েছে, বেশ কয়েকদিন ধরেই গোপন সূত্রের খবর পেয়ে নজর রাখছিল এসটিএফ। এরপরে খবর পেয়ে দাদপুরে হানা দেয় পুলিশ। ধৃত নাসিমুদ্দিনের কাছ থেকে বেশ কিছু নথি উদ্ধার করে এসটিএফ। 

আত্মীয়ের বাড়িতে আসতেই পাকড়াও, ফের বাংলায় STF-এর জালে আল কায়দা জঙ্গি

আত্মীয়ের বাড়িতে আসতেই পাকড়াও, ফের বাংলায় STF-এর জালে আল কায়দা জঙ্গি

আর সেই নথি গুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তবে পুলিশ সূত্রে খবর, এর আগে গ্রেফতার হওয়া আল কায়েদা জঙ্গিদের সঙ্গে যোগাযোগ ছিল নাসিমুদ্দিনের। ধৃতকে বুধবার বারাসত আদালতে পেশ করা হবে।

আত্মীয়ের বাড়িতে আসতেই পাকড়াও, ফের বাংলায় STF-এর জালে আল কায়দা জঙ্গি

এর আগে নভেম্বর মাসেও জঙ্গি সন্দেহে গ্রেফতার করা হয় আরও এক জনকে। মনিরুদ্দিন খান নামে ওই ব্যক্তির সঙ্গে জঙ্গি সংগঠন আল কায়দার যোগ ছিল বলে পুলিশের কাছে খবর ছিল। তাঁকে দক্ষিণ ২৪ পরগনার মথুরাপুর থেকে গ্রেফতার করা হয়। তাঁর কাছ থেকে একটি পেন ড্রাইভ উদ্ধার করা হয়েছে। সেখান থেকে প্রচুর তথ্যও মিলেছিল। সেই হিসাবে রাজ্য জুড়েই জাল বিছিয়ে রেখেছে এসটিএফ।

Blogger দ্বারা পরিচালিত.