Shehnaaz Gill: দিন দিন অহংকার বাড়ছে শেহনাজের? অভিনেত্রীর ব্যবহারে ক্ষুব্ধ নেটপাড়া
The Kolkata Times: বিগবস খ্যাত তারকা শেহনাজ গিল! বর্তমানে অভিনেত্রী যথেষ্ট জনকপ্রিয় হয়ে উঠেছেন! শুধু তাই নয়, প্রায়শই সংবাদের শিরোনামে থাকেন তিনি! কখনও প্রয়াত অভিনেতার সিদ্ধার্থ শুক্লার প্রসঙ্গে, আবার কখনও অভিনেত্রীর ব্যবহারের জেরে সংবাদের শিরোনামে থাকেন তিনি! আপাতত নিজের ছবির ‘কিসি কা ভাই কিসি কা জান’-এর প্রিমিয়ার নিয়েই ব্যস্ত তিনি।
আরও খবরঃ রাজের এই কাজে মন খারাপ শ্রাবন্তীর, কি এমন করলেন পরিচালক?
যদিও এই সময় মুভ অন করার কথাও ভাবছেন বলে জানিয়েছেন স্বয়ং নায়িকা। একদিকে বিগ বস থেকে বেড়িয়ে আর কখনই ফিরে তাকাতে হয়নি তাঁকে! একের পর এক শো! মিউজিক ভিডিও! সলমনের ছবিতেও সুযোগ পেয়েছেন তিনি। ইতিমধ্যেই নিজের সাফল্যের সেরা দিন কাটাচ্ছেন তিনি। কিন্তু নেটপাড়ার একাংশের দাবি, শেহনাজ নাকি এখন অহংকারী হয়ে উঠছেন!
দিন দিন অহংকার বাড়ছে শেহনাজের? অভিনেত্রীর ব্যবহারে ক্ষুব্ধ নেটপাড়া
আর নায়িকার কথাবার্তা, আচরণ, ব্যবহারেরই নাকি স্পষ্ট! যদিও এই সকল বিষয়ে নাকি মাথা ঘামাতে নারাজ অভিনেত্রী নিজেই! উল্টে ভালো কাজ পাওয়ার অপেক্ষাতেই রয়েছেন তিনি। শুধু তাই নয়, তিনি আরও জানিয়েছেন, রাধিকা আপতে যে ধরনের চরিত্রে কাজ করেন, তেমন কোনও চ্যালেঞ্জিং চরিত্রের জন্য মুখিয়ে রয়েছেন তিনি।
Shehnaaz Gill hot pic | Shehnaaz Gill News | Shehnaaz Gill