Header Ads

Abhishek Banerjee: অভিষেকের তাঁবু বানাতে এক এক দিনের খরচ ৯২ লক্ষ, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

অভিষেকের তাঁবু বানাতে এক এক দিনের খরচ ৯২ লক্ষ, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

The Kolkata Times:
মঙ্গলবার থেকেই শুরু হয়েছে তৃণমূলের 'নবজোয়ার'! মাধাইখাল কালী মন্দিরে পুজো দিয়েই যাত্রা শুরু করেছেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আগামী ২ মাসের জনসংযোগ যাত্রায় তাঁবুতে থাকবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এই তাঁবু তৈরিতে কত টাকা খরচ করেছে রাজ্য সরকার?

আরও পড়ুনঃ দিন দিন অহংকার বাড়ছে শেহনাজের? অভিনেত্রীর ব্যবহারে ক্ষুব্ধ নেটপাড়া

 সম্প্রতি এপ্রসঙ্গেই তৃণমূল সরকারকে এক হাত নিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিকে অভিষেকের জনসংযোগ যাত্রা নিয়ে আক্রমণ করলেন নন্দীগ্রামের বিধায়ক। এবিষয়ে শুভেন্দু বলেন, "ভাইপো যত ঘুরবে, ততই বিজেপির লাভ! ভোট বাড়বে বিজেপির। অতীতেও হয়েছে আগামী দিনেও হবে! তাই এ ব্যাপারে আপনারা বিচলিত হওয়ার কোনও কারণ নেই। নিশ্চিন্তে থাকুন।" 

অভিষেকের তাঁবু বানাতে এক এক দিনের খরচ ৯২ লক্ষ, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

জানা গিয়েছে, যার জন্য তৈরি হয়েছে দুধসাদা রঙের পিরামিড আকৃতির তাঁবু। যার একেকটির উচ্চতা ১০ ফুট। ৩০ ফুট জায়গা জুড়ে তৈরি তাঁবুর মেঝেতে কার্পেট পাতা রয়েছে। থাকছে ক্যাম্প খাট, চেয়ার ও স্ট্যান্ড ফ্যান। তাঁবুর প্রসঙ্গে রীতিমত অভিষেকের জনসংযোগ যাত্রা নিয়ে তোপ দাগলেন শুভেন্দু! বললেন, "রাতারাতি তাঁবু বানাতে লক্ষ লক্ষ টাকা খরচ করল রাজ্য সরকার? 

অভিষেকের তাঁবু বানাতে এক এক দিনের খরচ ৯২ লক্ষ, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য 

অভিষেকের তাঁবু বানাতে এক এক দিনের খরচ ৯২ লক্ষ, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

বিলাসবহুল সেই তাঁবু পাঁচতারা হোটেলকেও হার মানাবে। ওই বাসে যা যা ব্যবস্থা আছে তা অনেক পাঁচতারা হোটেলেও থাকে না।" শুভেন্দু অধিকারী বলেন, অভিষেকের জন-সংযোগ যাত্রার জন্যে একএক দিন তাঁবু বানানোর খরচ ৯২ লক্ষ টাকা। 

 মুখ্যমন্ত্রীকে নিশানা করে শুভেন্দু অধিকারী বলেন, ‘‘খুব খেলা হবে, খেলা হবে বলছিলেন। এখন উল্টো খেলা হচ্ছে। এই পরিস্থিতির জন্য দায়ী রাজ্য সরকার।’’
Blogger দ্বারা পরিচালিত.