Anubrata Mondal: সিউড়িতে ছিঁড়ল অনুব্রতর পোস্টার! কেষ্ট-হীন বীরভূমে চাঙ্গা হয়ে উঠছে বিরোধীরা?
The Kolkata Times: এককালে বীরভূমে অনুব্রতর নামে বাঘে-গরুতে একঘাটে জল খেত! বিরোধীরাই নাক গলানোর সুযোগই পেত না। এক কথায় কেষ্টর ওপর দায়িত্ব দিয়েই নিশ্চিন্তে ছিল তৃণমূল! এখন সেই সব অতীত! বর্তমানে গরুপাচার মামলায় গ্রেফতার হয়ে তিহারে রয়েছেন অনুব্রত মণ্ডল (Anubrata Mondal)। আর এই সময় নাকি কেষ্ট-হীন বীরভূমে চাঙ্গা হয়ে উঠছে বিরোধীরা?
এমনটাই মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ! এদিকে, এককালে যার কথায় সবটা চলত আজ তাঁরই পোস্টার ছিঁড়ল! তাও আবার দলীয় কার্যালয়ের বাইরে লাগানো থাকা ছবি! সূত্রের খবর, কে বা কারা দলীয় কার্যালয়ের বাইরে থাকা পোস্টার ছিঁড়ে দিয়েছে।
ঘটনাটি ঘটেছে বীরভূমের সিউড়ি পুরসভার ১৮ নম্বর ওয়ার্ডে।
কেষ্ট-হীন বীরভূমে চাঙ্গা হয়ে উঠছে বিরোধীরা?
মঙ্গলবার এই ঘটনাটি সামনে আসতেই চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়। এই ঘটনায় শাসকদলের দাবি, এলাকায় বিজেপি কর্মীরাই এই অনুব্রতর পোস্টার ছিঁড়ে দিয়েছে। পাশাপাশি এই ঘটনায় খবর পাঠানো হয় সিউড়ি থানাতেও। ঘটনার খবর ঘটনাস্থলে পৌঁছায় সিউড়ি থানার পুলিশ।