Header Ads

Sukanya Mondal: সুকন্যাকে গ্রেফতার করল ইডি, স্কুল শিক্ষিকা কেষ্ট কন্যা কত সম্পত্তির মালিক জানেন?

সুকন্যাকে গ্রেফতার করল ইডি, স্কুল শিক্ষিকা কেষ্ট কন্যা কত সম্পত্তির মালিক জানেন?

The Kolkata Times:
গরু পাচার মামলার অনুব্রত মণ্ডলের গ্রেফতারির পর থেকেই এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসাররা তদন্তের জাল গুটিয়ে আনতে শুরু করেছিলেন। বিশেষ করে এই গরুপাচারের এই বিপুল অঙ্কের টাকা কোন পথে ঘোরানো হয়েছে, সেই সব প্রশ্নের উত্তর খুঁজছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার অফিসাররা। এদিকে অনুব্রত কন্যার নামে পাহাড় প্রমান সম্পত্তির হদিস মিলছিল। তাঁকে জিজ্ঞাসাবাদের জন্যে একাধিকবার ডাকা হলেও সাড়া দিচ্ছিলেন না তিনি।

আরও পড়ুনঃ অভিষেকের তাঁবু বানাতে এক এক দিনের খরচ ৯২ লক্ষ, প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

অনুব্রত এবং তাঁর পরিবারের সম্পত্তি সংক্রান্ত খোঁজখবর জানতে সুকন্যাকেও তলব করেছিল ইডি। গত মার্চ মাসেই তাঁকে এক বার তলব করা হয়। কিন্তু তিনি হাজিরা এড়ান। তার আগের বার আইনজীবী মারফত চিঠি দিয়ে সুকন্যা বেশ কিছু দিন সময় চেয়েছিলেন। তৃতীয় বারও তিনি ইডির তলব এড়ান। জানানো হয় তিনি অসুস্থ। 

সুকন্যাকে গ্রেফতার করল ইডি, স্কুল শিক্ষিকা কেষ্ট কন্যা কত সম্পত্তির মালিক জানেন?

শেষ পর্যন্ত বুধবার দিল্লির প্রবর্তন ভবনে ইডির অফিসে যান সুকন্যা মণ্ডল। বুধবার সকালেই ডেকে পাঠানো হয়েছিল সুকন্যাকে। দিনভর জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত-কন্যাকে। ইডি সূত্রে দাবি, সুকন্যা জিজ্ঞাসাবাদের সময় অসহযোগিতা করেন। তার পরই সন্ধ্যায় তাঁকে গ্রেফতার করা হয়। এর আগে সুকন্যাকে সম্পত্তির বিষয়ে প্রশ্ন করা হলে, তিনি সদুত্তর দেননি বলেই দাবি সিবিআই-এর। হিসাব রক্ষক সব জানেন বলে দাবি করেছিলেন সুকন্যা। 

সুকন্যাকে গ্রেফতার করল ইডি, স্কুল শিক্ষিকা কেষ্ট কন্যা কত সম্পত্তির মালিক জানেন?

তবে শুধু সুকন্যাই নয়, সিবিআই-এর নজরে রয়েছেন অনুব্রত ঘনিষ্ঠ একাধিক ব্যবসায়ী। তাঁদেরও তলব করে জিজ্ঞাসাবাদ করেছে সিবিআই। অনুব্রতর বাড়ির রাঁধুনিকেও তলব করা হয়েছিল বোলপুরে সিবিআই-এর অস্থায়ী ক্যাম্পে। কিন্তু কত সম্পত্তি রয়েছে স্কুল শিক্ষিকা সুকন্যার? কি কারনে ইডি তাকে গ্রেফতার করল? 

সুকন্যাকে গ্রেফতার করল ইডি, স্কুল শিক্ষিকা কেষ্ট কন্যা কত সম্পত্তির মালিক জানেন?

সুকন্যার সম্পত্তি 

১) অনুব্রত কন্যা সুকন্যা মণ্ডলের নামে রয়েছে একাধিক রাইস মিল।

২) কয়েক কোটি টাকার ফিক্সড ডিপোজিট

৩) ২ টি কোম্পানির মালিক তিনি

৪) বেশ কয়েক বিঘা জমি রয়েছে তাঁর

সুকন্যা মণ্ডলের (sukanya mondal) নামে কোটি কোটি টাকার যে ফিক্সড ডিপোজিট, এর উৎস কী? গরুপাচার মামলায় ধৃত অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক (Anubrata Mondal Accountant) মণীশ কোঠারিকে এই নিয়ে জেরা করে ইডি। কারন সুকন্যা বলেছিলেন তিনি কিছুই জানেন না সব জানেন তাঁর বাবা অনুব্রত মণ্ডল এবং হিসাবরক্ষক মনীশ। 
Blogger দ্বারা পরিচালিত.