India-Pakistan: পাক বিদেশমন্ত্রীর ভারত সফরের আগেই কড়া বার্তা এস জয়শংকরের, কোনদিকে দুই দেশের সমীকরণ?
The Kolkata Times: ভারতে আসছেন পাকিস্তানের বিদেশমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি। ২০১৪-র পর প্রথম পাকিস্তানের শীর্ষ নেতৃত্বের কেউ ভারতে আসবেন, এই বিষয়টি নিয়ে স্বাভাবিকভাবেই আলোচনা শুরু হয়েছে। তবে বিলাওয়ালের ভারত সফরের আগেই কড়া বার্তা দিলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
আরও খবরঃ ধেয়ে আসছে আমফানের থেকেও ভয়ংকর ঘূর্ণিঝড়, মে মাসেই আছড়ে পড়বে বাংলায়
মে মাসের শুরুতে গোয়ায় অনুষ্ঠিত হতে চলা সাংহাই কর্পোরেশন অর্গানাইজেশনের বৈঠকে উপস্থিত থাকবেন বিলাওয়াল। মে মাসের ৪ ও ৫ তারিখ বিদেশমন্ত্রীদের একটি বৈঠক হবে। এস জয়শঙ্করের আমন্ত্রণেই তিনি ভারতে আসছেন।
পাক বিদেশমন্ত্রীর ভারত সফরের আগেই কড়া বার্তা এস জয়শংকরের, কোনদিকে দুই দেশের সমীকরণ?
বিলাওয়ালের ভারত সফরের আগে এস জয়শঙ্কর বলেছিলেন, “প্রতিবেশীরা আমাদের দেশের মাটিতে নাশকতা চালানোর পরিকল্পনা করে। এমন পরিস্থিতিতে সহযোগিতা করা খুব কঠিন।” তবে নিজের বক্তব্যে পাকিস্তানের নাম উল্লেখ করেননি বিদেশমন্ত্রী। যদিও ওয়াকিবহাল মহলের দাবি, নাম না করেই ভারতের তরফে আক্রমণ করা হয়েছে।