Koyel Mallick: টলিউডের রানী কোয়েল, প্রতি ছবিতে কত পারিশ্রমিক নেন জানেন?
The Kolkata Times: টলিউডের বর্ষীয়ান অভিনেতা রঞ্জিত মল্লিকের একমাত্র কন্যা তিনি। ২০০৩ সালে ‘নাটের গুরু’ ছবির হাত ধরে অভিনয়ে পা রাখেন কোয়েল। বাবার নামের জোরে নয়, নিজের অভিনয় প্রতিভার দৌলতেই জনপ্রিয়তা পান তিনি। প্রথম ছবির পর থেকে আর কোনোদিন হাত গুটিয়ে বসে থাকতে হয়নি কোয়েলকে।
আরও খবরঃ অন্তর্বাস ঠেলে বেরিয়ে আসছে বক্ষযুগল, নোরা ফাতেহির সেরা ১১ টি ছবি
এখন ছবির পরিমাণ কমিয়ে দিলেও টলিউডের প্রথম সারির অভিনেত্রীই রয়েছেন তিনি।
অভিনয় জীবনের শুরু থেকেই বাংলা ছবির জগতে একচেটিয়া রাজত্ব করেছেন কোয়েল মল্লিক। তাঁকে বলা হয় টলিউডের রানি। দু দশকের বেশি সময় ধরে কাজ করছেন এই অভিনেত্রী। বরাবরই থেকেছেন শীর্ষ তালিকায়।
টলিউডের রানী কোয়েল, প্রতি ছবিতে কত পারিশ্রমিক নেন জানেন?
সূত্রে খবর, প্রথম সারির অভিনেত্রীদের মধ্যে অন্যতম কোয়েল মল্লিক নিজের এক একটি ছবির জন্য আনুমানিক ৬০-৭০ লক্ষ টাকা পারিশ্রমিক নেন। এই তথ্যের সত্যতা যাচাই করা হয়নি। সম্পূর্ণটাই বলছে টলিপাড়ার গুঞ্জন। অভিনেত্রী নিজেও এবিষয়ে কখনও কোনও স্পষ্ট উত্তর বা ইঙ্গিত দেননি।
কোয়েলকে শেষবার দেখা গিয়েছিল ‘রক্তরহস্য’ ছবিতে। পাশাপাশি ‘বনি’ নামেও একটি ছবিতে অভিনয় করেছিলেন তিনি। মাঝে একটা লম্বা বিরতির পর আবারো বড়পর্দায় ফিরছেন তিনি। ফের মিতিন মাসির চরিত্রে দেখা যাবে তাঁকে। আগামী পুজোয় মুক্তি পেতে চলেছে সেই ছবি।